আমাদের আজকের আলোচনার বিষয় কিশোরগঞ্জ জেলার উপজেলা।
কিশোরগঞ্জ জেলার উপজেলা:-
অষ্টগ্রাম উপজেলা
অষ্টগ্রাম বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। অষ্টগ্রাম উপজেলা একটি হাওড় বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। যার ভৌগোলিক অবস্থান ২৪°১৬’ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৭’ পূর্ব দ্রাঘিমাংশে। অষ্টগ্রাম-উপজেলার উত্তরে ইটনা-উপজেলা, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা ও বানিয়াচং উপজেলা, পশ্চিমে বাজিতপুর উপজেলা ও নিকলী উপজেলা।
ইটনা উপজেলা
ইটনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। ইটনা উপজেলাটির আয়তন ৫০৩ বর্গ কিলোমিটার। ইটনা-উপজেলার উত্তরে নেত্রকোণা জেলার মদন উপজেলা ও খালিয়াজুড়ি উপজেলা, দক্ষিণে মিঠামইন উপজেলা ও করিমগঞ্জ-উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা, পশ্চিমে তাড়াইল উপজেলা ও করিমগঞ্জ-উপজেলা।
কটিয়াদী উপজেলা
কটিয়াদী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী উপজেলা। কটিয়াদী-উপজেলার আয়তন প্রায় ২১৯.২২ বর্গ কিলোমিটার। কটিয়াদী-উপজেলার উত্তরে কিশোরগঞ্জ সদর উপজেলা ও করিমগঞ্জ-উপজেলা, দক্ষিণে নরসিংদী জেলার বেলাবো উপজেলা ও মনোহরদী উপজেলা, পূর্বে নিকলী উপজেলা ও বাজিতপুর উপজেলা, পশ্চিমে পাকুন্দিয়া উপজেলা।

করিমগঞ্জ উপজেলা
করিমগঞ্জ-উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। করিমগঞ্জ-উপজেলার উত্তরে তাড়াইল উপজেলা, দক্ষিণে নিকলী উপজেলা ও কটিয়াদি উপজেলা, পূর্বে ইটনা উপজেলা ও মিঠামইন উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ সদর উপজেলা।
কিশোরগঞ্জ সদর উপজেলা
কিশোরগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার প্রধান শহর। ১৮৪৫ থেকে ১৮৬০ সালের মধ্যে কোন সময় কিশোরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কালে ১৯৮৪ সালে এই জনপদকে উপজেলায় উত্তীর্ণ করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলাটি কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের অন্তর্গত।
কুলিয়ারচর উপজেলা
কুলিয়ারচর উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এর উত্তরে বাজিতপুর উপজেলা, দক্ষিণে নরসিংদী জেলার বেলাবো উপজেলা ও ভৈরব উপজেলা, পূর্বে ভৈরব উপজেলা ও বাজিতপুর উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলা ও বেলাবো উপজেলা।
তাড়াইল উপজেলা
তাড়াইল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। ১৪১.৪৬ বর্গ কি.মি এর এই তাড়াইল উপজেলাটি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা এবং মদন উপজেলা, দক্ষিণে করিমগঞ্জ-উপজেলা; পূর্বে ইটনা উপজেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ও কিশোরগঞ্জ সদর উপজেলা।
নিকলী উপজেলা
নিকলী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নিকলীতে অবস্থিত নিকলী হাওর দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বর্ষাকালে হাওরে পানি আসলে সারাদেশ থেকে পর্যটকরা হাওর ভ্রমণে আসেন। এর আয়তন ২১৪.৪০ বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ-উপজেলা ও মিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলা ও অষ্টগ্রাম-উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলা ও করিমগঞ্জ-উপজেলা।

পাকুন্দিয়া উপজেলা
পাকুন্দিয়া বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এর আয়তন ১৮০.৫২ বর্গকিলোমিটার (৬৯.৭০ বর্গমাইল) এবং মোট জনসংখ্যা ২,৩৭,২১৮। এটি ১৯২২ সালে একটি থানা হিসেবে গঠিত হয়। এটি ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে উপজেলায় রূপান্তরিত হয়।
বাজিতপুর উপজেলা
বাজিতপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। বায়েজিদ খাঁ বাজিতপুর শহরটি তৈরি করেন। পূর্বে ভৈরব ও কুলিয়ারচর এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই উপজেলাটি খাল-বিল, নদীনালা ও হাওরে ভরপুর। একসময় বাজিতপুরে বিশ্ববিখ্যাত মসলিন তৈরি হতো। মসলিন তৈরির কাঁচামাল এখানে সহজলভ্য ছিল। ব্রিটিশ আমলে এখানকার দিলালপুর নদীবন্দর উপমহাদেশে বিখ্যাত ছিল। এটি পূর্বে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি অংশ ছিল। এটি তাঞ্জাব নামক মসলিনের জন্য বিখ্যাত ছিল। এখানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অবস্থিত। এখানে বাজিতপুর বিমানবন্দর নামে একটি বিমানবন্দর রয়েছে, যা বর্তমানে অব্যবহৃত এবং বন্ধ রয়েছে।

ভৈরব উপজেলা
ভৈরব উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলার অবস্থিত একটি উপজেলা। এ উপজেলার মূল শহরাঞ্চল এবং প্রশাসনিক কেন্দ্র হল ভৈরব বাজার। ভৈরব শহরে প্রায় ২০০ কোটি টাকার বাণিজ্য রয়েছে এটি ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মেঘনা নদীর তীরে অবস্থিত একটি বাণিজ্যিক শহর।
ভৈরব উপজেলার উত্তরে বাজিতপুর উপজেলা, দক্ষিণে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা, পশ্চিমে কুলিয়ারচর উপজেলা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলা।
মিঠামইন উপজেলা
মিঠামইন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এর উত্তরে ইটনা উপজেলা ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও অষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে করিমগঞ্জ উপজেলা ও নিকলী উপজেলা।
হোসেনপুর উপজেলা
হোসেনপুর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা।
আরও পড়ুনঃ
