কিশোরগঞ্জে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাটে-বাজারে এখন প্রচুর শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এছাড়াও স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এসব সবজি। প্রতিদিন নতুন নতুন সবজি আসছে বাজারগুলোতে। ফলে সহনশীল হতে শুরু করেছে বাজার দর।

 

কিশোরগঞ্জে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি

 

শীতকালীন সবজি যতই বেশি আসবে বাজারে ততই দাম নাগালের মধ্যে থাকবে বলে মনে করছেন ক্রেতারা। জানা যায়, জেলার সবচেয়ে বেশি সবজি হয় পাকুন্দিয়া, কটিয়াদী, কুলিয়ারচর এলাকায়। এলাকাগুলোর চর অঞ্চলে ব্যাপক কৃষির ফলন হয়ে থাকে। এবছর ভালো ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব এলাকার কৃষি পণ্য যায় ঢাকা সহ বিভিন্ন স্থানে।

সকাল থেকেই ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয় হাট। ফজরের পরই হাটের কেনাবেচা শুরু হয়। বর্তমানে দেশীয় শিম, বেগুন, ঝিংগা, কড়লা, মুলা, লাল শাখ, পালং শাখ, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লাউ সহ নানান রকমের সবজি উঠতে দেখা গেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকার কৃষক আবু ইউসুফ বলেন, ‘আমি এবছর শিম, ফুলকপি, মুলা চাষ করছি। ফলন ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছি’। হাটে আসা ক্রেতা জমির আলী বলেন, ‘কিছুদিন আগে তো দাম চড়া ছিলো এখন কিছু কমতে শুরু করেছে। বাজারে সবজির সরবরাহ যতই বাড়বে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে’।

 

Leave a Comment