৩ দিন পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তি চরমে

৩ দিন পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে – টানা তিনদিন ধরে পানি সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। এদিকে পানির অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম।

 

৩ দিন পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তি চরমে

 

ভর্তি করা হচ্ছে না জরুরি চিকিৎসার রুগী। পানি সরবরাহ বন্ধ থাকায় ভর্তিকৃত রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মোটর বিকলজনিত কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুতই এ সমস্যা সমাধান হবে।

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পানি সরবরাহ না থাকায় জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম।’

তিনি আরও জানান, এরই মাঝে গতকাল ২১ জন রোগীকে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও জরুরি ভর্তি জনিত কারণ না থাকলে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি আরও বলেন, ‘মোটর বিকলজনিত কারণে হাসপাতাল ভবনে পানি সরবরাহ বন্ধ। পানির সমস্যা নিরসনে গণপূর্ত বিভাগ কাজ করছে। আশাকরি দ্রুত এ সমস্যা সমাধান হবে।’

 

আরও পড়ুন:

Leave a Comment