কিশোরগঞ্জে ১০৪ শিক্ষকের কোটি টাকা বেতন বকেয়া

কিশোরগঞ্জে ১০৪ শিক্ষকের কোটি টাকা বেতন বকেয়া,প্রায় দুই বছর ধরে তাঁদের বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে পরিবার নিয়ে তাঁরা চলতে পারছেন না।কিশোরগঞ্জে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (মশিগশি) কার্যক্রমের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। বর্তমানে ১০৪ জন শিক্ষকের ৯১ লাখ ২০ হাজার টাকা বেতন বকেয়া রয়েছে। তাঁদের প্রত্যেকের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। শিক্ষকেরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।

 

কিশোরগঞ্জে ১০৪ শিক্ষকের কোটি টাকা বেতন বকেয়া

 

কিশোরগঞ্জে ১০৪ শিক্ষকের কোটি টাকা বেতন বকেয়া

 

নাম প্রকাশ না করার শর্তে চারজন শিক্ষক বলেন, তাঁরা সবাই মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। এ চাকরিই তাঁদের আয়ের প্রধান মাধ্যম। কিন্তু প্রায় দুই বছর ধরে তাঁদের বিনা বেতনে চাকরি করতে হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে পরিবার নিয়ে তাঁরা চলতে পারছেন না।জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড কর্মকর্তা গণপতি রায় বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা। ১০৪ শিক্ষকের মধ্যে ৭৫ জনের বেতন বকেয়া পড়েছে

২০২১ সালের জুলাই মাস থেকে। তাঁদের প্রত্যেকের ২২ মাসের বকেয়া পড়েছে ১ লাখ ১০ হাজার টাকা। এই হিসাবে ৭৫ জনের ২২ মাসে বকেয়া পড়েছে ৮২ লাখ ৫০ হাজার টাকা। বাকি ২৯ জন শিক্ষক ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে চলে গেছেন। তাঁদের প্রত্যেকের ৬ মাসের বকেয়া পড়েছে ৩০ হাজার টাকা। হিসাবে ২৯ জনের মোট বকেয়া পড়েছে ৮ লাখ ৭০ হাজার টাকা।গণপতি রায় বলেন, এই শিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক পদটি মাঝখানে কিছুদিন শূন্য ছিল। যে

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কারণে বেতন আটকে গিয়েছিল। এখন নিত্যপ্রকাশ বিশ্বাস নামের এক কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন। ফলে কিছুদিনের মধ্যেই বেতন চলে আসবে।হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেছেন, অনেক আগে থেকেই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পটি শুরু হয়। তবে ২০২১ সালের জুন মাসে বর্তমান শিক্ষকদের নিয়ে প্রকল্পটি পুনরায় অনুমোদন দেওয়া হয়। আর পরের মাস থেকেই প্রকল্প পরিচালক না থাকায় শিক্ষকদের বেতন আটকে যায়।

 

কিশোরগঞ্জে ১০৪ শিক্ষকের কোটি টাকা বেতন বকেয়া

 

জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক আকরাম হোসেন জানিয়েছেন, সারা দেশেই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বেতন বকেয়া পড়েছিল। তবে মন্ত্রণালয় ইতিমধ্যে বেতন ছাড় করতে শুরু করেছে। বিভিন্ন জেলার শিক্ষকেরা বেতন পেতে শুরু করেছেন।দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক নিত্যপ্রকাশ বিশ্বাস এ ব্যাপারে জানান, প্রকল্পের অর্থায়নে কিছুটা সমস্যা ছিল। যে কারণে বেতন আটকে গিয়েছিল। তবে অর্থ ছাড় হচ্ছে। কিছু কিছু এলাকায় বেতন দেওয়া শুরুও হয়েছে।

আরও পড়ুন:

Leave a Comment