কিশোরগঞ্জে সড়ক সংস্কার দাবি তে মানববন্ধন

সড়ক সংস্কার দাবি – কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের একরামপুর- সতাল পর্যন্ত কিশোরগঞ্জ সড়ক বিভাগের এ রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার ৫ হাজারেরও অধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

 

কিশোরগঞ্জে সড়ক সংস্কার দাবি তে মানববন্ধন

 

জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। এ রাস্তা দিয়ে ৬ টি উপজেলার মানুষের কিশোরগঞ্জ শহরে প্রবেশ পথ, শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য ৬টি উপজেলার মানুষকে এই সড়ক দিয়ে চলাচল করতে হয়।

মানবন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে আর কোন সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত হওয়ায় ইটনা. মিঠামইন, অস্টগ্রাম, নিকনী, তাড়াইল, করিমগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রæত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার, সাবেক পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, বৌলাই ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. খায়রুল ইসলাম উজ্জ্বল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠিনিক সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, নিয়ামত উল্লাহ জিসান, অসিত চন্দ্র সরকার, প্রমুখ। এসময় দ্রুত একরামপুর রেল গেইট থেকে সতাল প্রাইমারী স্কুল পর্যন্ত ভাঙ্গা রাস্তাটি দ্রæত পূর্ননির্মান ও পাকাকরণের দাবি জানান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তর, কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল ইনকিলাবকে জানান, “ভূমি অধিগ্রহণের বিষয়টি দ্রæত সময়ের মধ্যে শেষ হবে আশা করছি। আর যান চলাচলের সুবিধার্থে আপাততঃ রাস্তাটির গর্তস্থানগুলো ভরাট করে সাময়িক একটা সমাধান করে দেয়ার চেষ্টা করছি। আশা করছি এ কাজটি আগামী শুক্রবার/ শনিবারের মধ্যে আমরা শেষ করতে পারবো।”

 

আরও পড়ুন:

Leave a Comment