রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল | সারা সপ্তাহের খবর

রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল খবর দিয়ে শুরু করছি জেলা ভিত্তিক নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিষয়ঃ  রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল, রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য থাকছে হাওরের ২৩ পদের মাছ, ভৈরবে সোনার পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার দুই, উত্তর-পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন, মিঠামইনে সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী, স্লোগানে মুখরিত চারপাশ, হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড বললেন প্রধানমন্ত্রী, কিশোরগঞ্জে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

 

রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল | সারা সপ্তাহের খবর

Table of Contents

রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল | সারা সপ্তাহের খবর

 

রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার অতিথি হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির বাড়িতে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাওরের ১৬ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়। রাষ্ট্রপতির পারিবারিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর পছন্দ বিবেচনা করে স্থানীয় মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল। গতকাল বেলা ১১টা ৫ মিনিটে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ উদ্বোধনের পর মধ্যাহ্নভোজের জন্য রাষ্ট্রপতির পৈত্রিক বাড়িতে যান শেখ হাসিনা।

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর জন্য থাকছে হাওরের ২৩ পদের মাছ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে আজ মঙ্গলবার অতিথি হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরের মিঠাপানির ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে তাঁকে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস এবং নানা পদের পিঠা। রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, বড় মাছের মধ্যে থাকবে আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি। বঙ্গভবনের বাবুর্চি ও পরিবারের নারীরা মিলে খাবারের আয়োজন করছেন। প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানাতে এক দিন আগেই গতকাল সোমবার বিকেলে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সঙ্গে আছেন তাঁর স্ত্রী রাশিদা হামিদসহ পরিবারের সদস্যরা।

ভৈরবে সোনার পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার দুই

কিশোরগঞ্জের ভৈরবে সোনার পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে লোভ দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকা থেকে আটকের পর তাঁদের পুলিশে সোপর্দ করে পুলিশ।গ্রেপ্তার দুজন হলেন বাদল মিয়া (৪২) ও রুহুল আমিন (৪০)।

তাঁদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টানক্ষমী গ্রামে। পুলিশ বলছে, বাদল ও রুহুল আমিন একটি প্রতারক চক্রের সদস্য। ওই চক্রের সদস্যরা কখনো জিনের বাদশা, কখনো কবিরাজ আবার কখনো সোনার নকল পুতুল নিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে লাখ লাখ হাতিয়ে নিচ্ছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

উত্তর-পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে

কিশোরগঞ্জের মিঠামইনে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ করায় হাওর অঞ্চলে সার্বিক নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এ সেনানিবাসের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সালের নির্বাচনের পর থেকে এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তিনি মানুষের ভাগ্য পরিবর্তনে অক্লান্ত পরিশ্রম করেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি এখানে একটি সেনানিবাস স্থাপনের ইচ্ছাপোষণ করেন। তার ইচ্ছা অনুযায়ী আমরা এ সেনানিবাস স্থাপন করেছি।’

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নবনির্মিত দেশের ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় ও জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাসহ হাওরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ৩৫০ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে ২৭৫ একর জায়গায় আনুষ্ঠানিক সূচনা হলো হাওরের বুকে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মিঠামইন সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় তিনি রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

মিঠামইনে সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী, স্লোগানে মুখরিত চারপাশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উপস্থিতির সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রধানমন্ত্রী হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সুধী সমাবেশ মঞ্চে ওঠেন এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমাবেশে অংশ নেওয়া লাখো মানুষ। এসময় তারা নানা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

 

হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বিঘ্নে পানিপ্রবাহ, জলজ চাষ ও সুষ্ঠু নৌপথ বজায় রাখার জন্য হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে প্রতিটি হাওর, বিল ও জলাভূমি এলাকায় প্রতিটি সড়ক এলিভেটেড হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় হাওর অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য সব সময় সংগ্রাম করে। বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সাল থেকে বারবার নির্বাচিত হয়েছেন। জনগণের সেবা করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকেছেন। তাঁদের ভালো-মন্দ সময়ে নিরবচ্ছিন্ন সঙ্গী হয়েছেন। তিনি তাঁদের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন।

কিশোরগঞ্জে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এসব পুষ্টিকর খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাবার ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

আরও দেখুনঃ

1 thought on “রাষ্ট্রপতির মিঠামইনের বাড়িতে প্রধানমন্ত্রীকে আপ্যায়নে যা যা ছিল | সারা সপ্তাহের খবর”

Leave a Comment