কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপি কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটে।

 

কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। তবে সাবেক সভাপতি এই কমিটিকে মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কিছুদিন যাবত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে (রবিবার) দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন বর্তমান সভাপতি আবুল হাসান রতন। তার সঙ্গে আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রতনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে সংঘর্ষে জড়িতদের শনাক্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন:

Leave a Comment