কিশোরগঞ্জ জেলার পেশা

আমাদের আজকের আলোচনার বিষয় কিশোরগঞ্জ জেলার পেশা।

 

কিশোরগঞ্জ জেলার পেশা
নিকলীর বেড়িবাঁধ – কিশোরগঞ্জ জেলা

 

কিশোরগঞ্জ জেলার পেশা:-

কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভরশীল। যেমন: হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের মাছের চাহিদার অধিকাংশই পূরণ করে। তাছাড়া, কিশোরগঞ্জে পাট, ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এখানে প্রচুর মৎস্য এবং পোল্ট্রি খামার রয়েছে। বেশ কিছু ছোট বড় কলকারখানা রয়েছে। এছাড়া ভৈরব এর জুতা শিল্প দেশের অন্যতম বৃহৎ শিল্পখাত।

কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। প্রাচীনকালে কিশোরগঞ্জ এলাকা কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে পাল, বর্মণ ও সেন রাজারা এই অঞ্চল বা এর কিছু অংশ শাসন করেছিলেন। এরপর কোচ, হাজং, গারো এবং রাজবন্দিদের অধীনে ক্ষুদ্র স্বতন্ত্র রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ শতকে বত্রিশ এর বাসিন্দা শ্রী কৃষ্ণদাশ প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন; এ গঞ্জ থেকেই কালক্রমে ‘কিশোরগঞ্জ’ নামের উৎপত্তি হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

কিশোরগঞ্জের মাঝ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। ঢাকা থেকে প্রায় ১৪৫ কি.মি. দূরে অবস্থিত এটি একটি প্রাচীন শহর ও জেলা সদর। এই জেলায় রয়েছে ৮টি পৌরসভা, ১৩টি উপজেলা, ১০৮টি ইউনিয়ন এবং ১,৭৪৫টি গ্রাম। কিশোরগঞ্জে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এশিয়ার বৃহত্তম ঈদগাহ মাঠ ‘শোলাকিয়া’র অবস্থান কিশোরগঞ্জে। ঐতিহাসিক শহীদী মসজিদ ও পাগলা মসজিদের অবস্থান এই শহরে।

দূর-দূরান্ত হতে হাজার হাজার মানুষ এসে নামাজ আদায় করেন এই দুইটি মসজিদে। এছাড়াও রয়েছে বৃহত্তম কালিবাড়ী পূজামন্ডপসহ অনেক ধর্মীয় উপাসনালয়। সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ, ওয়ালীনেওয়াজ খাঁন কলেজ ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিশোরগঞ্জে অবস্থিত। এছাড়াও রয়েছে করিমগঞ্জের জঙ্গলবাড়িতে ঈশা খাঁর দূর্গ, পাকুন্দিয়ার এগারোসিন্দুরে শাহ মাহমুদ মসজিদ এবং কিশোরগঞ্জ সদরের মহিনন্দে অবস্থিত ফুলেশ্বরী নদীর ধারে চন্দ্রাবতীর শিব মন্দির।

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ও সুকুমার রায়ের পৈতৃক নিবাস কিশোরগঞ্জে। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই জেলায় জন্মগ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জের সুযোগ্য সন্তান।

 

কিশোরগঞ্জ জেলার পেশা
এগারসিন্দুর দূর্গ – কিশোরগঞ্জ জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment