কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

ভাদ্র শেষ চলছে আশ্বিন । তবুও কমছে না তাপমাত্রা। সারা কিশোরগঞ্জে তীব্র তাপদাহ। আবহাওয়া অফিস বলছে, এ দাবদাহ চলতে পারে আরো বেশ কিছু দিন। সূর্যের প্রখর তাপের জেরে সারা জেলা-জুড়ে বায়ু ও পানি বাহিত রোগের প্রকোপ বেড়েছে।

 

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

 

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও শিশু ওয়ার্ডে গত বৃহস্পতিবার ও রবিবার সরেজমিনে গিয়ে রোগীর প্রচন্ড ভিড় দেখা যায়। চিকিৎসা নিতে আসা রোগী বা স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগই সর্দি-জ্বর, ডায়রিয়া, খিঁচুনি, পেটের সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ত্বকের সমস্যায় আক্রান্ত।

 

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ইনকিলাবকে বলেন, প্রচণ্ড গরমের কারণে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসাসেবার কোনো ত্রুটি নেই। তবে রোগীর চাপ বাড়ছে। ডায়রিয়ার প্রাদুর্ভাব এখনও তেমনভাবে দেখা দেয়নি। জেলায় এখনও ডায়রিয়া নিয়ন্ত্রণেই রয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছে। হাসপাতালগুলোতে কলেরা স্যালাইন, খাবার স্যালাইন ও অন্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে।

বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী কিছুটা বেড়েছে। বেশির ভাগ অসুস্থ মানুষ বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে অসুখে ভুগছে, তারাই কেবল হাসপাতালে আসছে চিকিৎসার জন্য।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা ও ডা. রাসেল রবিবার দিন ইনকিলাবকে বলেন, এই শিশু ওয়ার্ডে ৫৬ টি বেডের বিপরীতে রোগী ভর্তি হয়েছেন ২০০ ছুঁই ছুঁই। আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতে রোগীর সংখ্যা অনেক বাড়তে পারে। কারণ তাপদাহ দীর্ঘ হলে বায়ু ও পানি বাহিত রোগবালাই স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

 

 

আরও পড়ুন:

Leave a Comment