কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড আট পরিবারের সব পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১৬ লাখ

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড প্রত্যন্ত গ্ৰামের আটটি পরিবারের ঘর, আসবাবপত্র, ছাগল, মুরগিসহ সর্বস্ব পুড়েছে। এতে ক্ষয়ক্ষতি ১৬ লক্ষ্য টাকা বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের আর্দশপাড়া গ্ৰামে শুক্রবার গভীর রাতে ঘটেছে।

 

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড আট পরিবারের সব পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১৬ লাখ

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মাগুড়া ইউপির আর্দশপাড়া গ্ৰামে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা নিমিষেই চার দিকে ছড়িয়ে পড়লে আট টি পরিবারের ঘর, আসবাবপত্র, ছাগল, মুরগিসহ সর্বস্ব পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা।

 

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- সানা মাহমুদের পুত্র আবুজার, মৃত মোতা মামুদের পুত্র মোরশেদুল, আতিয়ারের স্ত্রী হাসনা, মৃত মোতা মামুদের স্ত্রী খামছিয়া, সানা মামুদের কন্যা সায়েনা, বাংটুর কন্যা আশে পাগলী, বিশাদুর পুত্র আজগার ও টন্না মামুদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান- অগ্নিকাণ্ডে আটটি পরিবারের সর্বস্ব পুড়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরা সবাই খেটে খাওয়া দরিদ্র মানুষ। পরিষদের পক্ষে সহযোগিতা করা হচ্ছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক বিডি২৪লাইভকে জানান- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছি। প্রশাসনের পক্ষ হতে জরুরি ভাবে কম্বল, শুকনো খাবার ও নগদ এক হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ব্যবস্থা করা হয়েছে।

 

আরও পড়ুন:

Leave a Comment