কিশোরগঞ্জে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চালু

কিশোরগঞ্জের হাওরাঞ্চল তথা হাওরের প্রবেশ পথ অষ্টগ্রাম উপজেলার সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপনের জন্য বাজিতপুর উপজেলা থেকে অষ্টগ্রাম রুটে ফেরি চালু হয়েছে।

 

কিশোরগঞ্জে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চালু

 

রোববার সকাল থেকে বাজিতপুর-অষ্টগ্রাম রুটে ফেরি চলাচল শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছে দুই উপজেলার মানুষ। সহজেই এক উপজেলা থেকে অন্য উপজেলায় যোগাযোগ ও পণ্য পরিবহণ করতে পারবে। এতে কমে যাবে উৎপাদিত ফসল ও পণ্য পরিবহণের খরচ।

জানা যায়, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স, অনুপ আহমেদ মামুন ও নাজমুল হকের অক্লান্ত পরিশ্রমে অনেক জল্পনা কল্পনা শেষে রোববার থেকে বাজিতপুর-অষ্টগ্রাম পর্যন্ত ফেরি চালু হয়েছে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করে অক্সিজেন ফাউন্ডেশন কিশোরগঞ্জ।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Leave a Comment